ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৮৮৫-১৯১৯)

Show Important Question


21) কোন জায়গায় প্রথম বঙ্গভঙ্গের আদেশ তুলে নেওয়া হয়েছিল ?
A) ঢাকা
B) কলকাতা
C) দিল্লী
D) কোনটিই নয়

22) গান্ধীজি তার ‘সত্যাগ্রহ’ শব্দটি কোথা থেকে গ্রহণ করেন?
A) মগনলাল গান্ধীর পরামর্শে
B) রবীন্দ্রনাথের পরামর্শে
C) বিনোবা ভাবের পরামর্শে
D) মৌলানা আজাদের পরামর্শে

23) চিলিয়ানওয়ালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
A) ১৮৪৮
B) ১৭৯৩
C) ১৮৪৯
D) ১৮৬৫

24) When did the Jaliianwallah Bagh Massacre take place ? / কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল?
A) 13th April. 1919/ ১৩ এপ্রিল, ১৯১৯
B) 15th August 1922/ ১৫ আগস্ট, ১৯২২
C) 21st April, 1922/ ২১ এপ্রিল, ১৯২২
D) 25th September. 1925/ ২৫ সেপ্টেম্বর, ১৯২৫

25) বয়কট আন্দোলনের একজন মুসলীম নেতার নাম কি?
A) মৌলভি আবদুল রসুল
B) আবদুল হামিদ লাহোরি
C) সৈয়দ মহম্মদ
D) লিয়াকৎ মহম্মদ

26) চৌরিচৌরার ঘটনার পর কোন্ আন্দোলন আচমকা স্থগিত হয়ে যায় ?
A) আইন অমান্য আন্দোলন
B) হোমরুল আন্দোলন
C) ওয়াহাবি আন্দোলন
D) অসহযোগ আন্দোলন

27) লর্ড মিন্টো কত সনে সিমলা সন্মেলনের আয়োজন করেছিলেন
A) ১৯০৬
B) ১৯০৭
C) ১৯০৮
D) এগুলির কোনটি নয়

28) ১৯০৫ সনে বংলা ভাগ করার মাধ্যমে নতুন কোন প্রদেশ গঠিত হয়েছিল
A) পূর্ব বাংলা
B) বাংলা
C) পূর্ব বাংলা এবং আসাম
D) এগুলির কোনটি নয়

29) ১৯০৮ সনের কত তারিখে ক্ষুদিরাম বোসের মজঃফরপুর জেলে ফাসী হয়েছিল
A) ৩০শে এপ্রিল
B) ১৬ই মে
C) ১৭ই জুন
D) ১১ই আগষ্ট

30) ১৯০৯ সনে স্যার কার্জন উইলিকে হত্যা করার জন্য কার ফাসী হয়েছিল
A) মদনলাল ধিংড়া
B) নারায়ণ দেশপান্ডে
C) ভি.ডি.সাভারকর
D) এদের কেউ নয়

31) Gandhiji’s Champaran Movement was of / কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?
A) The security of rights of Harijans/ হরিজনদের অধিকার সুরক্ষা
B) Civil Disobedience Movement/ আইন অমান্য আন্দোলন
C) Maintaining the unity of Hindu Society/ হিন্দু সমাজের ঐক্যরক্ষা
D) Solving the problem of indigo workers/ নীল চাষীদের সমস্যার সমাধান

32) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ?
A) অসহযোগ আন্দোলন
B) রাওলাট আইন চালু
C) সাম্প্রদায়িক সমর্থন
D) সাইমন কমিশনের আগমন

33) বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দের
A) ১লা অক্টোবর
B) ১৬ই অক্টোবর
C) ২০শে অক্টোবর
D) ৩০শে অক্টোবর

34) Calcutta remained the capital of British India till / ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?
A) 1909/ 1909
B) 1910/ 1910
C) 1911/ 1911
D) 1912/ 1912

35) One of the important Muslim leaders of the Swadeshi Movement was : / স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?
A) Liakat Ali Khan/ লিয়াকৎ আলি খান
B) Liakat Hossain/ লিয়াকৎ হোসেন
C) Muhammad Ali/ মহম্মদ আলি
D) A.K. Azad/ এ.কে. আজাদ

36) The Lucknow Pact (1916) was signed by / লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
A) The Home Rule League and The Muslim League/ হোমরুল লীগ ও মুসলিম লীগ
B) The Swarajya Dal and The Indian National Congress/ স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
C) The Muslim League and The Indian Association/ মুসলিম লীগ ও ভারত সভা
D) The Indian National Congress and The Muslim League/ ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ

37) What was the effective date of the partition of Bengal ? / বঙ্গবিভাগ কার্যকারী হবার তারিখ কী ছিল ?
A) October 16, 1905/ 16 ই অক্টোবর 1905
B) March 29, 1901/ 29 শে মার্চ 1901
C) July 22, 1911/ 22 শে জুলাই 1911
D) August 14, 1946/ 14 ই আগস্ট 1946

38) The Morley-Minto Reform was declared in the year? / মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় ?
A) 1907/ 1907 সালে
B) 1909/ 1909 সালে
C) 1911/ 1911 সালে
D) 1919/ 1919 সালে

39) _____ was the centre of the Aligarh movement. / আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —
A) The Deaband School/ দেওবন্দ স্কুল
B) The Anglo-Oriental College/ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
C) Pir-Fakir Majlis/ পীর ফকির মজলিস
D) The Khilafat Committee/ খিলাফৎ কমিটি

40) Which important event immediately preceded the Jallianwala Bagh massacre ? / জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল ?
A) Communal Award/ কম্যুনাল আওয়ার্ড
B) Arrival of Simon Commission/ সাইমন কমিশনের আগমন
C) Non-cooperation movement/ অসহযোগ আন্দোলন
D) Rowlatt Act enactment/ Rowlatt আইন প্রণয়ন